Tuesday, July 22, 2014

প্রেম একটি শিক্ষা

"প্রেমে মরা জলে ডোবেনা" কথাটি কতটুকু সত্য মিথ্যা এ বিষয়ে আমার জ্ঞান নাই।তবে প্রেম যে মানুষের জীবন পরিবর্তন করতে পারে এক্ষেত্রে আমি একমত।
আমার কাছে নারী পুরুষের প্রেমের দুইটি ভাগ আছে-
১\ বিয়ের আগে প্রেম
২\বিয়ের পরে প্রেম


বিয়ের আগের প্রেম সম্পর্কে বলতে গেলে আমার কাছে একটা বিষয় মনে হয়,বিয়ের আগের কাউকে গভীর ভালবাসা আর পাবলিক টয়লেটের ট্যাঙ্কিতে চুবনি খাওয়া একই কথা।
এই প্রেম একজন ছেলে অথবা মেয়েকে ধ্বংস করতে যথেষ্ট,
আবার একজন ছেলে অথবা মেয়েকে সফলতার শীর্ষে নিয়ে যেতেও যথেষ্ট ।

আর বিয়ের পরের প্রেম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকায় কিছু বললাম না, আমি মনে করি খাটি জিনিস একটু দামি হয় আর এর মজাটাও দামি।

No comments:

Post a Comment